Propher (s) Name and Attributes

রাসূল (সঃ) এর কতপিয় পবত্রি নামরে শব্দরে র্অথ নম্নিরূপঃ


হে আল্লাহ দরুদ ও সালাম পৌছে দিন এবং বরকত বর্ষণ করুন তার উপর যাঁর নাম সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম।

কোরআনে কারীমে আল্লাহ বলেন। আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নাবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ তোমরা নবীর জন্যে রহমতের জন্য দোয়া এবং তার প্রতি সালাম প্রেরণ কর”


*      সাইয়্যিদুনা মুহাম্মদ (সাঃ)      ঃ           অর্থ-      সুউচ্চ প্রশংসসিত।

*      সাইয়্যিদুনা আহিদ (সাঃ)       ঃ           অর্থ-      একদিকে পরিচালনাকারী ।

*      সাইয়্যিদুনা ওয়াহিদ (সাঃ)      ঃ           অর্থ-      অনুপম, উপমাহীন।

*      সাইয়্যিদুনা মাহী (সাঃ)          ঃ           অর্থ-      কুফর বিদূরণকারী।

*      সাইয়্যিদুনা আ’কিব (সাঃ)      ঃ           অর্থ-      সকল নবীর (আঃ) এর পর আগমনকারী নবী।

*      সাইয়্যিদুনা ইয়াছিন (সাঃ)      ঃ           অর্থ-      সমগ্র মানব জাতির সর্দার।

*      সাইয়্যিদুনা নবী (সাঃ)           ঃ           অর্থ-      যিনি আল্লাহর বানী মানুষকে পৌছে দেন।

*      সাইয়্যিদুনা সাইয়্যিদ (সাঃ)     ঃ           অর্থ-      সকলের নেতা।

*      সাইয়্যিদুনা রাসূল (সাঃ)        ঃ           অর্থ-      সকল সুষ্টির তরে প্রেরিত পথপ্রদর্শক।

*      সাইয়্যিদুনা জামি (সাঃ)         ঃ          অর্থ-      নিখুঁত গুণাবলীতে পরিপূর্ণ বা কামাল।

*      সাইয়্যিদুনা রসূলুল মালাহিম (সাঃ) ঃ      অর্থÑ      জিহাদের নবী।

*      সাইয়্যিদুনা ইকলিল (সাঃ)      ঃ           অর্থ-      সকল নবীর মাথার মুকুট।

*      সাইয়্যিদুনা মুদ্দাস্সির (সাঃ)   ঃ                       এটি একটি উপাধী  যার অর্থ “আবৃত”

*      সাইয়্যিদুনা আহমদ (সাঃ)      ঃ           অর্থ-      সৃষ্টির সকল কিছুর জন্য রহমত স্বারুপ এবং

ঈমানদারদের প্রতি অত্যন্ত দয়াময় এবং ক্ষমাশীল।

*      সাইয়্যিদুনা হামিদ (সাঃ)        ঃ           আল্লাহ বলেন ‘ ওয়াহুদ ইলা সিরতিল হামিদ’ ও প্রশংসিত হলেন

  নবীজী (সাঃ)।

*      সাইয়্যিদুনা রাসূলুর রাহমাত (সাঃ) ঃ      অর্থ-      রাসূল হিসাবে যিনি আল্লাহর প্রকাশ্য রহমত।

*      সাইয়্যিদুনা ক্বাইয়্যিস (সাঃ)    ঃ           অর্থ-      উম্মতের দিক নির্দেশনা কর্মে সুদৃঢ়রুপে প্রতিষ্টিত।

*      সাইয়্যিদুনা মুয্যামিল (সাঃ)    ঃ           অর্থ-     এটি একটি উপাধী যার অর্থ ‘ ইবাদতের জন্য উপয্ক্তু

            পোশাকে আবৃত’।

*      সাইয়্যিদুনা হাশির (সাঃ)        ঃ           অর্থ-      কিয়ামতের পর তিনিই সর্ব প্রথম রওজামুবারক থেকে (কবর

থেকে) উত্থিত হবেন।


( দয়া করে সবাই শেয়ার করবেন কারণ রাসূল (সাঃ) এর নাম মানুষ যত পাড়বে তত ছওয়াব পাবে )

No comments